বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোট বর্জনের দাবিতে সারা দেশে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি ভোট বর্জনের দাবি জানিয়ে গতকাল রাজধানীসহ সারা দেশে নির্বাচনবিরোধী গণসংযোগ করেছে বিএনপিসহ সমমনা দলগুলো। তারা নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন। দেশবাসীর উদ্দেশে তাদের আহ্বান ছিল, ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে কেউ যাবেন না। দুপুরে গুলশান-২ ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণলকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে, এটি গোটা জাতিকে প্রবঞ্চিত করা। এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এ নির্বাচন বর্জন করতে হবে। তিনি সকল পর্যায়ের নেতা-কর্মীসহ জনগণকে এ অবৈধ নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের চলমান যে সংকট চলছে সেটিকে দূর করার জন্য বিএনপি এবং সমমনা দলগুলো আন্দোলন সংগ্রাম করছে। তাই সরকারকে অনুরোধ করব বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে, সেই আন্দোলন সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে নতুন বছরে পদত্যাগ করে এই একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন। এ ছাড়া বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও শ্যামপুর-কদমতলী থানার প্রধান সমন্বয়ক আ ন ম সাইফুল ইসলামের তত্ত্বাবধানে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা মমিন আলী, সারোয়ার, হাসান আলী লোকমানসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর