বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

কুমিল্লা ও মানিকগঞ্জ প্রতিনিধি

বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লার ডেনিম প্রসেসিং প্ল্যান্ট নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার বেলাশ্বর এলাকায় এ অবরোধ করে রাখে তারা। এতে মহাসড়কের কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। অন্যদিকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা। গতকাল সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত রাখেন তারা। এ সময় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। কুমিল্লার ডেনিম প্রসেসিং প্ল্যান্টের শ্রমিক কাকলী আক্তার বলেন, তিন মাস ধরে কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে মহাসড়কে নেমেছি। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ বলেন, গার্মেন্ট কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে মহাসড়ক ছেড়েছেন শ্রমিকরা। মানিকঞ্জের নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা বলেন, অজ্ঞাত কারণে সরকারি নীতিমালা অনুযায়ী বেতন- ভাতা দিচ্ছে না মিল কর্তৃপক্ষ। একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও কর্তৃপক্ষ উদাসীন। যে কারণে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, সরকার গার্মেন্ট সেক্টরে নতুন কাঠামো করে বেতন-ভাতা দিয়েছে। স্পিনিং মিল তার আওতাভুক্ত নয়। বিষয়টি না বুঝেই আন্দোলন করছে রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, শ্রমিকদের আন্দেলনে কিছু সময় ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর