বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

এক বছরে রেমিট্যান্স বেড়েছে ২.৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

সদ্য বিদায়ী ২০২৩ সালে প্রবাসীরা ২১ দশমিক ৮২ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। যা আগের বছরের চেয়ে আড়াই শতাংশ বেশি। ২০২১ সালে প্রবাসীরা ২১ দশমিক ৭৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ২০২২ সালে রেমিট্যান্স আয় ছিল ২১ দশমিক ২৮ বিলিয়ন ডলার। এটি এর আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক ৫৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে প্রবাসীরা ১৯০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল এক দশমিক ৯৩ বিলিয়ন ডলার। এটি এর আগের মাসের তুলনায় এক দশমিক ৫৫ শতাংশ কম।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর