বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শীত উপেক্ষা করে প্রচারে প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

শীত উপেক্ষা করে প্রচারে প্রার্থীরা

ভোটের প্রচারে আমির হোসেন আমু, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও নসরুল হামিদ -বাংলাদেশ প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। নির্বাচন সামনে রেখে সরগরম ভোটের মাঠ। পাড়া-মহল্লা থেকে শুরু করে নির্বাচনি উৎসবের আমেজে ভাসছে গোটা দেশ। শীত উপেক্ষা করে প্রার্থীরাও তাদের ব্যস্ত সময় পার করছেন ভোটের মাঠে। আওয়ামী লীগের প্রার্থীরা যেমন প্রচারণায় সক্রিয়, তেমনি অন্য দল আর স্বতন্ত্র প্রার্থীরাও পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করে চাচ্ছেন ভোট। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচিত করার লক্ষ্য ভোটারদের। তাই ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

গতকাল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক রায়ের বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা- ৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম শান্তিনগর, সিদ্ধেশ্বরী, ফকিরাপুল এলাকায় সভা ও গণসংযোগ করেন। ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী অভিনেতা ফেরদৌস ঢাকা কলেজসহ বিভিন্ন এলাকায় সভা ও গণসংযোগ করেন। বেরাইদ স্টেডিয়ামে সভা, বড় বেরাইদে হিন্দু ধর্মাবলম্বী ও তাবলিগ জামাতের সঙ্গে মতবিনিময় সভা করেন ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওয়াকিল উদ্দিন আহম্মেদ। ঢাকা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন ওয়ারীতে নির্বাচনি পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী সানজিদা খানম পূর্ব জুরাইনের নামা শ্যামপুরে গণসংযোগ ও পথসভা করেন। একই আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা রাজাবাড়ি, আলীবহর, ৪৭, ৫২, ৫৩ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-৭ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন মিলন উর্দু রোড, চকবাজার, নিমতলী এবং ছোট কাটারা এলাকায় গণসংযোগ করেন। উত্তরখান এলাকায় গণসংযোগ করেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. খসরু চৌধুরী। ঢাকা-১৭ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী কামরুজ্জামান লিটন কড়াইল বস্তি এলাকায় গণসংযোগ করেন। ঢাকা-২ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম সভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. হাবিবুর রহমান গণসংযোগ করছেন। ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের প্রাথী নসরুল হামিদ বিপু পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। ঢাকা-৩ আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আবু জাফর কেরানীগঞ্জে নির্বাচনি এলাকায় গণসংযোগ করেন।

চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী ড. হাছান মাহমুদ নির্বাচনি এলাকায় সভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। চট্টগ্রাম-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নয়াবাজারে বিশ্বরোড চত্বরে পথসভা ও গণসংযোগ করেন। চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন সদরঘাট গুদাম শ্রমিক লীগ ও মাঝিরঘাটের লবণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। চট্টগ্রাম-১ আসনে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব, নৌকার খাদিজাতুল আনোয়ার সনি, সুপ্রিম পার্টির সাইফুদ্দিন আহমেদ, তরিকত ফেডারেশনের নজিবুল বশর, চট্টগ্রাম-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন, নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনের নৌকার প্রার্থী এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, তৃণমূল বিএনপির নাজিম উদ্দিন, চট্টগ্রাম-৬ আসনের নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ও স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমরা চৌধুরী, আবদুচ ছালাম বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়া চট্টগ্রাম-১২ আসনের নৌকা প্রতীকের মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ আসনের নৌকা প্রতীকের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার, নৌকা প্রতীকের নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনে নৌকা প্রতীকের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, ঈগল প্রতীকের আবদুল মোতালেব, চট্টগ্রাম-১৬ আসনে নৌকা প্রতীকের মোস্তাফিজুর রহমান, ঈগল প্রতীকের মুজিবুর রহমানসহ অন্য প্রার্থীরাও প্রচার চালিয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা বারদী ইউনিয়নের কয়েকটি গ্রামে গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুল ইসলাম বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন। ঢাকা-১১ আসনে গণফ্রন্টের শেখ মোস্তাফিজুর রহমান মধ্যবাড্ডা, মহানগর প্রজেক্ট, তালতলায় গণসংযোগ করেন। মিরবাগ, ফার্মগেট ও মণিপুরী পাড়ায় গণসংযোগ করেন ঢাকা- ১২ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মুহাম্মদ আবদুল হাকিম। ঢাকা-১৬ আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী তরিকুল ইসলাম সুমন কালশী রোড, মিল্লাত ক্যাম্প, মিরপুর-১১ এলাকায় গণসংযোগ করেন। জামালপুর-২ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ হাসপাতাল মোড়, গুঠাইল বাজার এলাকায় গণসংযোগ করেন। পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে সমাবেশ করেন। চট্টগ্রাম-৮ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন চান্দগাঁও বলিরহাট ৪ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম-৯ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ওয়াহেদ চকবাজার, আন্দরকিল্লা ও টেরিবাজার এলাকায় গণসংযোগ করেন।

নির্বাচনি প্রচারণায় আলাউদ্দিন চৌধুরী নাসিম, একরামুল করিম চৌধুরী ও মোতাহারুল ইসলাম চৌধুরী -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম-১০ ও ১১ : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর দুই আসনে প্রচারণা চালান। চাঁদপুর-৫ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী শাহরাস্তিতে গণসংযোগ করেন।

ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে সমাবেশে ভোট চান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু। একই সঙ্গে মুক্তিযোদ্ধারা ফেনী-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু মিরপুর ও ভেড়ামারা উপজেলায় সভা ও গণসংযোগ করেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী মাহবুব-উল আলম হানিফ সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। কুমিল্লা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট উপজেলায় নির্বাচনি সভা ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। নোয়াখালী-৪ আসনে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরী গণসংযোগ, পথসভায় ব্যস্ত সময় পার করছেন। মেহেরপুর-২ (গাংনী) আসনে আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সভা করছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী আবদুল ওদুদ পৌর এলাকার হরিপুর, দারিয়াপুর, রাজারামপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। বিএনএম প্রার্থী মোহাম্মদ আবদুল মতিন পৌর এলাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনে নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমান গোমস্তাপুরে গণসংযোগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী মু. গোলাম মোস্তফা বিশ্বাস নিজ এলাকায় গণসংযোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল চককীর্তি ও মনাকষা ইউনিয়নে গণসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল কানসাটে গণসংযোগ করেন। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিভিন্ন এলাকায় মানুষের কাছে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি। বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক জেলা আইনজীবী সমিতিতে আইনজীবীদের সঙ্গে সভা ও গণসংযোগসহ বিভিন্ন এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ করেন। বরিশাল-২ আসনে ১৪ দলের প্রার্থী রাশেদ খান মেনন উপজেলার গুঠিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন। ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন মাগুরা-১ শ্রীপুর আসনের নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। গাজীপুর-৪ আসনে কাপাসিয়ায় নির্বাচনি জনসভা করেন স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ। সিলেট-৬ আসনে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ নেতারা। নরসিংদী-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মনোহরদী বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে গণমিছিল করেন। গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিভিন্ন স্থানে পথসভা করেন। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু গণসংযোগ করেন। সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শফিক চৌধুরী বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার সিএনজি স্ট্যান্ডে সভা শেষে গণসংযোগ করেন। ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ইসলাম কাঁঠালিয়া সদর, কচুয়া, বীনাপানি ও কৈখালী বাজারে গণসংযোগ ও পথসভা করেন। ময়মসনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম হালুয়াঘাটে জনসভা করেন।

প্রচারে শমসের মবিন চৌধুরী, জিয়াউল হক সুমন, শাহজাদী আলম লিপি, সরদার খালেদ হোসেন স্বপন

সর্বশেষ খবর