বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ফিলাডেলফিয়া সিটি

মেয়র ও কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিলেন চার্লেল-নীনা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মেয়র ও কাউন্সিলওম্যান হিসেবে শপথ নিলেন চার্লেল-নীনা

৩৪২ বছর আগে প্রতিষ্ঠিত ফিলাডেলফিয়া সিটির প্রথম নারী মেয়র হিসেবে ইতিহাস রচনা করে ২ জানুয়ারি শপথ নিয়েছেন আফ্রিকান-আমেরিকান চার্লেল এল পারকার। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের গৃহায়ণমন্ত্রী মার্সিয়া এল ফিউজ। একই সঙ্গে প্রথম দক্ষিণ এশিয়ান ও প্রথম মুসলিম নারী কাউন্সিলওম্যান অ্যাট লার্জ হিসেবে শপথ নেন বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ। তিনি তার দুই কন্যা জয়া ও প্রিয়ার হাতে থাকা পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন। উল্লেখ্য, ৭ নভেম্বর চার বছর মেয়াদে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের ১৭ কাউন্সিলম্যানের ১০ জন কাউন্সিল ডিস্ট্রিক্ট এবং সাতজন কাউন্সিলম্যান অ্যাট লার্জ হিসেবে নির্বাচিত হন। এ সাতজনের একজন ড. নীনা আহমেদ। শপথ গ্রহণের অনুষ্ঠানে কম্যুনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলওয়্যারে ভ্যালির সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া, ড. নীনার স্বামী আহসান নসরুল্লাহ, ক্যাম্পেইন টিমের অন্যতম সমন্বয়কারী ড. ইবরুল হাসান চৌধুরী, কম্যুনিটি লিডার মো. আশরাফুল ইসলাম আরিফসহ বিশিষ্টজনরা।

সর্বশেষ খবর