বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

আইএইচআরসির উদ্বেগ বাংলাদেশে মানবাধিকার নিয়ে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ২০২৩ সালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যেসব তথ্য-উপাত্ত এসেছে, তা চরম উদ্বেগজনক বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (আইএইচআরসি)। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন আইএইচআরসি বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। বিবৃতিতে তিনি বলেন, আইএইচআরসির তদন্তে ২০২২ সালে ২২টি বন্দুকযুদ্ধে ১৫ জন ও ২০২৩ সালে ১৫টি বন্দুকযুদ্ধে সাতজন মারা যান। উদ্বেগের বিষয় হলো ২০২২ সালে কারা হেফাজতে মারা যান ৯৩ জন, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ১৬২ জনে। এ ছাড়া পুলিশের হেফাজতে ১৩ জন, র‌্যাবের হেফাজতে ২ জন এবং ডিবি (গোয়েন্দা) পুলিশের হেফাজতে তিনজন নাগরিকের মৃত্যু হয়। বিরোধী মত দমনে প্রায় ৪২ লাখ মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে। গভীর রাত পর্যন্ত আদালত চালিয়ে নজিরবিহীন দ্রুততার সঙ্গে বিরোধীদের সাজা দেওয়া হচ্ছে। এমনকি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকেও ছাড় দেওয়া হয়নি। আইএইচআরসি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানায়।

সর্বশেষ খবর