বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রতারণায় চীনা নাগরিকসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক

অনলাইনে লোভনীয় চাকরি ও টাকা বিনিয়োগে কয়েক ঘণ্টায় দ্বিগুণ লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। তারা হলেন- ইমাদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকি শান্ত, জাবের আহাম্মেদ, রাকিব মোল্লা, মোহাম্মদ আলী, সোলাইমান, আবু সাইদ সুমন ও হোসনাহার আক্তার হেমা। ঢাকা সাভার ও জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল এ তথ্য জানান ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের এডিসি মো. সাইফুর রহমান আজাদ। তিনি বলেন, এ চক্রের মাস্টারমাইন্ড দুই চীনা নাগরিক লিও ও এলিওএন। তারা বিদেশে বসে দেশি এজেন্ট ব্যবহার   করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে এ চক্রের সন্ধান পায় ডিবি। গ্রেফতাররা সবাই এ চক্রের বাংলাদেশি এজেন্ট। তারা শিক্ষিত এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ। স্বল্প সময়ে অধিক উপার্জনের আশায় এ প্রতারণার কাজে জড়িয়ে যায়। আর চায়নিজ নাগরিকদের পরিচয়ের পর তাদের প্রলোভনে এবং সিএস ক্যামস্ক্যানার সহায়তায় তারা কাজে যুক্ত হয়।

 

সর্বশেষ খবর