শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ সকাল ৮টায়। সেই হিসেবে গতকাল ছিল এক প্রকার প্রচারণার শেষ দিন। এদিন ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। শেষবারের মতো ছুটে গেছেন ভোটারদের কাছে। ব্যালটে নিজের পক্ষে সিল নিতে ভোটারদের মন জয় করতেও চেষ্টা করেছেন নানাভাবে। শেষ দিনে আচরণবিধির বালাই ছিল না অনেক আসনে। মিছিল-মিটিংয়ে মুখরিত ছিল অলিগলি, রাজপথ। মিছিল-মিটিংয়ের চাপে যানজট তৈরি হয়েছিল রাজধানীসহ অনেক বিভাগীয় শহরে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে এসব তথ্য উঠে এসেছে।

ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম রাজধানীর ধোলাইরপাড় স্কুলের সামনে থেকে নির্বাচনি প্রচারণা-গণসংযোগ করেন। এ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা পোস্তগোলা আলম মার্কেট, শ্যামপুর শিল্পাঞ্চলের ৮ নম্বর সড়কে, শ্যামপুর মডেল থানা রোড, সাউথইস্ট হাসপাতালের সামনে, ঢাকা ম্যাচ, জুরাইন এলাকায় বিশাল নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন। ঢাকা-৭ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। পুরান ঢাকার আমলীগোলা মাঠ থেকে শুরু হয়ে নির্বাচনি মিছিলটি লালবাগ রোড, উর্দু রোড, আবুল হাসনাত রোড, আগামসী লেন, আগা সাদেক রোড, চকবাজার, নাজিমউদ্দিন রোড, পাকিস্তান মাঠ, নাজিরা বাজার, বংশাল হয়ে নয়াবাজার টিনপট্টিতে প্রচারণা চালান। ঢাকা-১৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক রাজধানীর শ্যামলীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বাড়ি মালিক কল্যাণ সমিতি ও স্থানীয় ক্লাব সংগঠনের অংশগ্রহণে এক উন্নয়ন সংলাপে যোগদান, নৌকার সমর্থনে আজিজ মহল্লায় স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোভাযাত্রা ও ইকবাল রোডে ব্যাপক গণসংযোগ করেন। ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম রাজধানীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হচ্ছে। বাংলাদেশের রাজধানী হলো ঢাকা এবং ঢাকার হার্ট হচ্ছে ঢাকা-৮ আসন। ঢাকা-১১ আসনে গণফ্রন্টের শেখ মোস্তাফিজুর রহমান মধ্যবাড্ডা, মহানগর প্রজেক্ট, তালতলায় গণসংযোগ করেন। মীরবাগ, ফার্মগেট ও মনিপুরীপাড়ায় গণসংযোগ করেন ঢাকা-১২ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মুহাম্মদ আবদুল হাকিম। জামালপুর-২ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ হাসপাতাল মোড়, গুঠাইল বাজার এলাকায় গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা বারদী ইউনিয়নের কয়েকটি গ্রামে গণসংযোগ করেন। নারায়ণগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুল ইসলাম বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন। চাঁদপুর-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ধেররা, হাজীগঞ্জ বাজার, টামটা, হাটিলা এলাকায় পথসভা ও ব্যাপক গণসংযোগ করেন। ঢাকা-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আবু জাফর মুহাম্মদ হাবিবউল্লাহ ডেমরা এলাকার বিভিন্ন স্থানে পথসভা ও ব্যাপক গণসংযোগ করেন। চট্টগ্রাম-১ আসনের নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল গতকাল দিনভর মিরসরাইয়ের মিঠাছাড়া ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন। এ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনও দিনভর প্রচারণা চালিয়েছেন। চট্টগ্রাম-৮ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বোয়ালখালী পৌরসভা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। চট্টগ্রাম-৯ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী দলের চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক মাওলানা ওয়াহেদ মুরাদ চাক্তাই, আসাদগঞ্জ, কোতোয়ালি এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম-১০ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পাহাড়তলী বণিক কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিয় করেছেন। এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে তিনি গণসংযোগ করেন। এ আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম এবং কেটলি প্রতীকের ফরিদ মাহমুদও দিনভর প্রচারণা চালিয়েছেন। এ ছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বন্দর, নিমতলা, হালিশহর ও পাহাড়তলী এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

চট্টগ্রাম-১১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী এম এ লতিফ ও কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনও দিনভর প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। সুমন নগরীর সল্টগোলা ক্রসিং থেকে কাঠগড় এলাকা পর্যন্ত বিপুল নেতা-কর্মী সমর্থক নিয়ে গণসংযোগ করেন।

চট্টগ্রাম-১২ আসনের নৌকা প্রতীকের মোতাহেরুল ইসলাম চৌধুরী দিনভর পটিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। পটিয়া পৌর সদরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ আগামীতে স্মার্ট হবে। সাম্প্রদায়িক অপশক্তির দানবরা পটিয়ার হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে স্বতন্ত্র প্রার্থীর ওপর ভর করছে। তারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এ আসনের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজি জসিম উদ্দিন পটিয়া পৌরসভা এলাকায় গণসংযোগ করেন। চট্টগ্রাম-১৩ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী দলের যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন চাতরী চৌমুহনী, ফকিরনির হাট, কলেজ বাজার ও মইজ্জারটেক এলাকায় পথসভা ও ব্যাপক গণসংযোগ করেন। চট্টগ্রাম-২ আসনের নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, সুপ্রিম পার্টির সাইফুদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব জোর প্রচারণা চালিয়েছেন। এ আসনের তরিকত ফেডারেশনের প্রার্থী নজিবুল বশর গতকাল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চট্টগ্রাম-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. জামাল উদ্দিন, নৌকার প্রার্থী মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ আসনের নৌকার প্রার্থী এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, তৃণমূল বিএনপির নাজিম উদ্দিন, চট্টগ্রাম-৬ আসনের নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের নৌকার প্রার্থী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনের জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ ও স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম, চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণসংযোগ করে ব্যস্ত সময় পার করেছেন। এ ছাড়াও চট্টগ্রাম-১৩ আসনের নৌকা প্রতীকের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার, নৌকা প্রতীকের নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনে নৌকা প্রতীকের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব, চট্টগ্রাম-১৬ আসনের নৌকা প্রতীকের মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানসহ অন্য প্রার্থীরা প্রচার-প্রচারণার মাধ্যমে দিনভর ভোটারদের দ্বারে দ্বারে গেছেন। ফেনী-১, ফেনী-২, ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীদের বিজয়ী করতে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপুর নেতৃত্বে ফেনী জেলার বীর মুক্তিযোদ্ধারা সক্রিয় প্রচারণা চালিয়েছেন। টাঙ্গাইল-৮ আসনে প্রচার-প্রচারণার শেষ বেলায় এসে ভোটারদের দোয়ারে গিয়ে লাঙল প্রতীকে ভোট প্রার্থনা করছেন জাতীয় পার্টি মনোনীত মো. রেজাউল করিম। গতকাল সকাল থেকে সখীপুরের দাড়িয়াপুর, লাঙ্গুলিয়া ও বাসাইল উপজেলার কলিয়া, সুন্ন্যা, কাউলজানি এলাকায় বিভিন্ন হাট-বাজার এবং বাসাবাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। জাতীয় পার্টি ছাড়া এ আসনে গামছা প্রতীক নিয়ে নির্বাচন করছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ তাঁর শেষ নির্বাচনি সভায় জনতার ঢল নামিয়ে চমক দেখিয়েছেন। গতকাল রাতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ উচ্চবিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় জাপার নেতা-কর্মী, ভোটার ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে সভায় যোগ দেন নেতা-কর্মীরা। জাপা প্রার্থী পীর মিসবাহ বলেন, আমি দুই মেয়াদে সংসদ সদস্য থাকাকালীন নির্বাচনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। রাস্তাঘাট, সেতু-কালভার্ট ও অবকাঠামোগত প্রভূত উন্নয়ন হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে বহুতল ভবন করে দিয়েছি, যাতে গরিব মানুষের সন্তানরা শিক্ষার সুযোগ পায়। অথচ তারা নাকি এই দৃশ্যমান উন্নয়ন দেখতে পান না।

ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম পশ্চিম শান্তিবাগে গণসংযোগ করেন। এরপর নটর ডেম কলেজ প্রিন্সিপালের সঙ্গে সাক্ষাৎ, শিক্ষক-ছাত্রদের সঙ্গে মতবিনিময়; টিএসসি মিলনায়তন ও পুরানা পল্টনে প্রতিবেশী নিরাপত্তা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। মতিঝিলে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণ থেকে জাতীয় শ্রমিক লীগের শ্রমিক-কর্মচারী জমায়েত ও প্রচার, মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল ও কলেজ মাঠে জনসভা এবং বুয়েট শিক্ষক ও কর্মচারীদের মাঝে গণসংযোগ করেন নাছিম।

সর্বশেষ খবর