শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ভোটের চ্যালেঞ্জ কোথায়

সবাইকে একত্রিত করাই ছিল নির্বাচনের চ্যালেঞ্জ

ড. এস এম এ ফায়েজ

নিজস্ব প্রতিবেদক

সবাইকে একত্রিত করাই ছিল নির্বাচনের চ্যালেঞ্জ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, এবারের জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ ছিল সবাইকে একত্রিত করা, সবার একত্রিত হওয়া। এ বিষয়টি সবারই উপলব্ধি করার কথা। কিন্তু কোনো কারণে আমরা উপলব্ধি করার বিষয়টি সেভাবে দেখতে বা অনুভব করতে পারিনি। তিনি বলেন, সেই চ্যালেঞ্জটি অবশ্য এরই মধ্যে পার হয়ে গেছে। এখন দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে পুরো দেশবাসী সম্পৃক্ত হতে পারেনি। আবার আন্তর্জাতিক কমিউনিটিও এখানে পরিপূর্ণভাবে সন্তুষ্ট নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এখনো গোটা জাতি নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি। আশা ছিল এ নির্বাচন বিশ্বে সাড়া জাগাবে এবং প্রশংসিত হবে। তবে এ নির্বাচন আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও যে কোনো কারণে তা হচ্ছে না। এ কারণে মানুষ নির্বাচন ঘিরে খুশি হওয়ার মতো কোনো পরিস্থিতিতে থাকতে পারছে না। এবারের জাতীয় নির্বাচন ঘিরে সবার মনেই প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, দেশে যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়টি সরকারি দলও যে খুব সাবলীলভাবে দেখছে এমন নয়। তারা একটু হোঁচট খেয়েছে। আবার সাধারণ মানুষও একে খুব একটা গ্রেসফুলি নিচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর