শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোটে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁও থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। নাজির হোসেন (৩৮) নামের ওই ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি ১০০ টাকা মূল্যমানের মোট ১ লাখ ৪০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। গতকাল র‌্যাব-২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক শ্রেণির অসাধু চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। জাল টাকা তৈরি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তারা কাজ করে থাকে। বৃহস্পতিবার গভীর রাতে আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে নাজির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় একটি অ্যামব্রয়ডারি কারখানায় অভিযান চালিয়ে ২টি সাদা নেগেটিভ ফ্লিম, ট্রেসিং পেপার, ৩টি কাঠের ফ্রেমের মধ্যে স্ক্রিন (ডাইস), ১টি অ্যালুমিনিয়ামের তৈরি নিরাপত্তা সুতা ব্লক, সোনালি রঙের লিকুইড, ১টি পুরান লেনেভো ব্র্যান্ডের মনিটর, ১টি ডেল ব্র্যান্ডের সিপিইউ, ২টি কিবোর্ড, ৪টি মাউস, ১টি ক্যানন প্রিন্টার, ১টি এন্টি কাটার, ১টি মোবাইল ফোন, ২ রিম লিপি গোল্ড মডার্ন এফোর পেপার, তিনটি খালি সিরিঞ্জ, চারটি কালির বোতল, নিরাপত্তা সুতার কাগজ ৫ পৃষ্ঠা ও ১টি পেনড্রাইভ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজির জানান, তিনি জাল টাকা তৈরির সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা নারায়ণগঞ্জ এলাকায় অ্যামব্রয়ডারি করখানার চাকরির আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কম্পিউটার ফটোশপ সফটওয়্যার ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের টাকার জাল নোট তৈরি করে আসছিলেন। পরে তা ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ এবং বিক্রি করা হতো।

 

 

সর্বশেষ খবর