শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভর্তি বাণিজ্যে ভিকারুননিসার শাখাপ্রধান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির অভিযোগে মো. শাহ আলম খান নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির মূল দিবা শাখার (বাংলা ভার্সন) প্রধান। ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। একই সঙ্গে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, সেই মর্মে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। নোটিসে বলা হয়, ‘২০২৪ শিক্ষাবর্ষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তিতে কিছুসংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতরের নির্দেশনা অনুসরণ না করে অনিয়মতান্ত্রিক উপায়ে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। এতে আপনার (শাহ আলম খান) সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।’

তবে অভিযুক্ত শাহ আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির কোনো ঘটনা ঘটেনি। কোনো শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আমি একা কোনো সিদ্ধান্ত নিইনি, নিয়েছে ভর্তি কমিটি। ভর্তির সিদ্ধান্তে সবার স্বাক্ষরও রয়েছে।’

 

 

 

সর্বশেষ খবর