রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

’৭০ সালের চারজন আবারও লড়াইতে

নিজস্ব প্রতিবেদক

’৭০ সালের চারজন আবারও লড়াইতে

১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণ করা নেতাদের মধ্যে চারজন লড়ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও। নেতাদের মধ্যে রয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইমাজ উদ্দিন প্রামাণিক ও রাজিউদ্দিন আহমেদ রাজু। ৫৩ বছরের নির্বাচনি ইতিহাসের সাক্ষী হয়ে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন তাঁরা। এমন দীর্ঘ এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বর্ষীয়ান নেতাদের অংশগ্রহণ নির্বাচনে অন্যরকম এক বৈশিষ্ট্য যোগ করেছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসন থেকে নির্বাচন করছেন। ১৯৫৯ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৫ সালে আমু ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নির্বাচিত হন। রাজনীতিতে ধারাবাহিক সাফল্যের এ পর্যায়ে ১৯৭০ সালে প্রাদশিক পরিষদ নির্বাচনে অংশ নেন তিনি। বরিশাল সদর আসন থেকে নৌকা প্রতীকে জয়লাভও করেন। তোফায়েল আহমেদ বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ১৯৭০ সালে মাত্র ২৭ বছর বয়সে তিনি প্রথমবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবার ৮০ বছর বয়সে ১২ তমবারের মতো ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর নির্বাচন করার ইতিহাস ৫৩ বছরের। এর মধ্যে আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আরেক বর্ষীয়ান রাজনীতিবিদ ইমাজ উদ্দিন প্রামাণিক। সত্তরের নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নেন তিনি। পরবর্তীতে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়ছেন রাজিউদ্দিন আহমেদ রাজু। ষাটের দশকে জগন্নাথ কলেজে দুবার ভিপি ছিলেন তিনি। যুক্ত হয়েছিলেন ছয় দফা আন্দোলনে। এর ধারাবাহিকতায় ’৭০-এর সাধারণ পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে জয়ী হন তিনি।

পরবর্তীতে ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এবার নরসিংদী-৫ আসনে নৌকা প্রতীকে লড়ছেন। সেই ১৯৭০ সালে প্রথম নির্বাচন করা চারজন এবারের নির্বাচনে আলাদা বৈশিষ্ট্য যোগ করেছেন। পোড় খাওয়া এই নেতাদের প্রত্যেকই বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ছিলেন।

সর্বশেষ খবর