রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কলকাতায় বাংলাদেশি জাহাজে ভয়াবহ আগুন

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের সুন্দরবনের মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী বাংলাদেশি জাহাজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে লট নম্বর-৮ লাগোয়া সুন্দরবন জেলার পুলিশ সুপারের কার্যালয়ের পেছনের মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে ছিল ওই পণ্যবাহী জাহাজটি। গতকাল সকালে আচমকাই আগুন লেগে যায় জাহাজটিতে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে জাহাজের ইঞ্জিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। জানা গেছে, নদীর চরে দাঁড় করিয়ে জাহাজটিতে কিছু মেরামতের কাজ চলছিল। ইলেকট্রিক শর্টসার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। মেরামতের কাজ চলতে থাকার কারণে একদিকে যেমন জাহাজটিতে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডার রয়েছে, তেমনি পণ্যবাহী এই জাহাজটির ভেতর তেল মজুদ রয়েছে বলেও জানা গেছে। সুখদেব দাস নামে নদীর চরের বাসিন্দা জানান, ‘আমি ঘরেই ছিলাম, হঠাৎ করে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে, তখনই ছুটে এলাম। স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন, ফায়ার ব্রিগেড ও স্থানীয় প্রশাসন ছুটে এসেছে। এখন আগুন নিয়ন্ত্রণে। দীর্ঘ কয়েক মাস ধরে এই জাহাজটি মেরামতের কাজ চলছে। এর ভেতরে অনেক দাহ্য পদার্থ রয়েছে।’

সর্বশেষ খবর