রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

ভোটের দিনও চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

ভোটের দিনও রাজধানীতে মেট্রোরেল চলবে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন (৬) এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেট্রোরেল বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের দিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মধ্যবর্তী সব স্টেশনে যাত্রীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মোট ১৬টি স্টেশন রয়েছে। এসব স্টেশনের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর কেবল উত্তরা থেকে আগারগাঁও রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।

 

সর্বশেষ খবর