সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোট বেশি পড়েছে খুলনায়, কম সিলেটে

ভোটের হার প্রায় ৪০ শতাংশ বললেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ সংসদ নির্বাচনে গড়ে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে ভোট-পরবর্তী প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি। গতকাল ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। বিগত একাদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৮০.২০ শতাংশ। তবে গতকাল বেলা ৩টা পর্যন্ত ২৬ দশমিক ৩৭ শতাংশ ভোট পড়েছিল। শান্তিপূর্ণ ভোটে কোথাও কোথাও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। রাজধানী বা বাইরে ভোটের চিত্রে দেখা গেছে, ভোটার উপস্থিতি বেশির ভাগ ক্ষেত্রেই কম ছিল। রাজধানীতে ভোটার আসার হার ছিল সবচেয়ে কম। তবে ঢাকার বাইরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভোটার উপস্থিতি বাড়ে।

নির্বাচনে বেশি ভোট পড়ছে খুলনায়, কম সিলেটে : নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, হিসাবে দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশি ভোট পড়ছে খুলনা বিভাগে, কম সিলেটে।

ঢাকা বিভাগের আসনগুলোতে ২৬ শতাংশ, ময়মনসিংহে ৩০ শতাংশ, চট্টগ্রামে ২৮ শতাংশ, রাজশাহীতে ২৭ শতাংশ, খুলনা ৩২ শতাংশ, রংপুরে ২৭ শতাংশ, সিলেটে ২৩ শতাংশ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।

বিগত ১১ সংসদ নির্বাচনে ভোটের হার : প্রথম সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৫৫ শতাংশ; দ্বিতীয় সংসদে ৫১.১২ শতাংশ; তৃতীয় সংসদ ৫৯.৫৮ শতাংশ;  চতুর্থ সংসদ ৫৪.৯২ শতাংশ; পঞ্চম সংসদ ৫৫.৪৫ শতাংশ; ষষ্ঠ সংসদ ২৬.৫ শতাংশ; সপ্তম সংসদ ৭৪.৯৬ শতাংশ; অষ্টম সংসদ ৭৫.৫৯ শতাংশ; নবম সংসদ ৮৭.১৩ শতাংশ; দশম সংসদে (১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা); (ভোট ১৪৭ আসনে) ৪০.০৪ শতাংশ; একাদশ সংসদে ৮০.২০ শতাংশ ভোট পড়েছিল।

সর্বশেষ খবর