সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মন্ত্রীর ছেলেকে গ্রেফতারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ভোট কেন্দ্রে জোর করে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মারায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলেকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (নম্বর ১৩৪) জোর করে প্রবেশ করে নৌকা প্রতীকে সিল মারেন। ১২টি বইয়ে নৌকার সিল মারেন তিনি। অভিযোগের সত্যতা পেয়ে নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) ড. বদিউল আলম ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করেছেন। গতকাল সিইসি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের নিয়ন্ত্রণ কক্ষে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশ দেন। এ সময় সিইসি কর্মকর্তাদের বলেন, ‘তাকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন।’ নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি ড. বদিউল আলম বলেন, নৌকা প্রার্থীর লোকজন আগেই ভোট কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে সিল মেরে ফেলেছে- এমন সত্যতা পাওয়ায় কেন্দ্রটি বাতিল করা হয়েছে। ভোট কেন্দ্রে উপস্থিত এলাকাবাসী জানান, জোর করে কেন্দ্রে ঢুকে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছিল। এ সময় লোকজন চিৎকার করে প্রতিবাদ করতে শুরু করেন। পরে প্রশাসনের লোকজন গিয়ে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করেন।

সর্বশেষ খবর