বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
চমক দেখানো এমপিরা যা বললেন

ফরিদপুরের মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে

এ কে আজাদ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে

স্বতন্ত্র হিসেবে প্রথমবারই নির্বাচনে বাজিমাত করেছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ। ফরিদপুর-৩ (সদর) আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী শামীম হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি আধুনিক ফরিদপুর গড়ার প্রত্যয় নিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করেছেন। নির্বাচিত হলে ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শিল্পনগরী গড়ার কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করব।’ নির্বাচনে বিজয়ের ব্যপারে গতকাল এ কে আজাদ বলেন, ‘মানুষ উন্নয়ন চায়। যে উন্নয়ন করতে পারবে মানুষ তাকেই ভোট দিয়েছে। মানুষ মনে করেছে আমি এমপি নির্বাচিত হলে তাদের জন্য এবং ফরিদপুরের উন্নয়নে কাজ করতে পারব। তাই তারা আমাকে ভোট দিয়েছে। তা ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। আমি চেষ্টা করব আমার এলাকার মানুষের জন্য কিছু করার।’ এ কে আজাদ বলেন, ‘সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মানুষের প্রত্যাশা বেড়েছে। আমি আমার এলাকার মানুষের জন্য যা কিছু প্রয়োজন তা করব। আমি ফরিদপুরের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব।’

সর্বশেষ খবর