বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
চমক দেখানো এমপিরা যা বললেন

জনগণের মাঝে থাকতে চাই

ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ প্রতিনিধি

জনগণের মাঝে থাকতে চাই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করায় চুনারুঘাট-মাধবপুরবাসীর ঋণ কখনো শোধ করতে পারব না। পাস করব জানতাম; কিন্তু জনগণ এত ভোটে আমাকে জয়যুক্ত করবে জানা ছিল না। তাই এমপি নয়, জনগণের ব্যারিস্টার সুমন হয়ে থাকতে চাই।’ সমাজমাধ্যমের পরিচিত মুখ ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন টানা দুবারের এমপি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে। বিশাল জয়ে ভোটার-সমর্থকরা যেমন উচ্ছ্বসিত, তেমন সাধারণ মানুষের জন্য হৃদয় ছুঁয়ে গেছে ব্যারিস্টার সুমনেরও। চুনারুঘাট পৌরসভার নিজ বাসায় নির্বাচন-উত্তর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার সুমন বলেন, ‘স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমার স্বপ্ন অনেক বড়। যেতে চাই অনেক দূর। সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করতে চাই। মানুষ যে প্রত্যাশায় আমাকে এ জায়গায় নিয়ে এসেছে, তা পূরণ করা বিগ (বড়) চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘অন্যান্য এমপির চেয়ে মানসিক-শারীরিকভাবে আমার বেশি কষ্ট করতে হবে। যেভাবে আগে সফল হয়েছি, এখনো চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হব ইনশা আল্লাহ।’ সুমন বলেন, ‘চুনারুঘাট-মাধবপুরের নদীনালাগুলো পরিষ্কার করতে হবে। ময়লা-আবর্জনা সরাতে হবে। ময়লা-আবর্জনা বলতে শুধু পানির মধ্যে না, কিছু মানুষের মধ্যেও ময়লা আছে। তাও পরিষ্কার করতে হবে।’ এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, পর্যটনসহ সব ক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন সুমন।

বিশেষ করে তরুণরা যাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সেজন্য তাদের উন্নয়নে ফ্রিল্যান্সিং নিয়েও কাজ করবেন। রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারুঘাট) আসন থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তাঁর নিকটতম আওয়ামী লীগের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী নৌকা নিয়ে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর