বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
চমক দেখানো এমপিরা যা বললেন

আধুনিক ও স্মার্ট জনপদ গড়ে তুলতে চাই

আবুল কালাম আজাদ

কুমিল্লা প্রতিনিধি

আধুনিক ও স্মার্ট জনপদ গড়ে তুলতে চাই

দেবিদ্বারকে আধুনিক ও স্মার্ট জনপদ হিসেবে গড়ে তুলতে চান কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী আবুল কালাম আজাদ। জেলার সর্বকনিষ্ঠ প্রার্থী আজাদ জীবনের প্রথম অংশগ্রহণ করা দুই নির্বাচনেই জয়ী হয়েছেন। প্রথমবারের মতো তিনি সংসদ নির্বাচন করে বিজয়ী হয়েছেন। এর আগে তিনি দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হন। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আবুল কালাম আজাদ বলেন, সারা দেশে উন্নয়নের জোয়ার বইলেও দেবিদ্বারে সেই উন্নয়নের ছিটেফোঁটাও পড়েনি। সড়ক ও ব্রিজগুলো ভেঙে আছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও অবহেলিত। দেবিদ্বারের মানুষ সিএনজি অটোরিকশার জিবির নামে চাঁদাবাজিতে অতিষ্ঠ। দায়িত্ব নিয়ে সিএনজি অটোরিকশার চাঁদাবাজি ও গোমতী নদীর অবৈধ ড্রেজিং বন্ধ করা হবে। তিনি বলেন, এই জয় দেবিদ্বারের নির্যাতিত মানুষদের উৎসর্গ করছি। এই জনপদের মানুষ দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির জন্য আমাকে ভোট দিয়েছেন। তিনি বলেন, দেবিদ্বারের মানুষ যে পরিবর্তনের জন্য লড়াই করেছেন, তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর দেবিদ্বারকে একটি আধুনিক, উন্নত ও স্মার্ট জনপদ হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ। সংসদে দেবিদ্বারকে সাজানোসহ কুমিল্লার উন্নয়ন নিয়ে কথা বলব। উল্লেখ্য, ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে জীবনের প্রথম কোনো নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছিলেন।

এরপর ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথমবার অংশগ্রহণ করে চমক দেখিয়েছেন। এবার তার সঙ্গে লড়েছেন একবারের উপজেলা চেয়ারম্যান ও দুবারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। তাকে সাড়ে ১৫ হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলেন ঈগল প্রতীকের এই তরুণ প্রার্থী।

সর্বশেষ খবর