বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঢাবিতে ভর্তি আবেদন কমেছে, এবার প্রতি আসনে প্রার্থী ৪৭

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য ২ লাখ ৭৯ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। চার ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে এসব আবেদন করেছেন তারা। সে হিসেবে প্রতিটি আসনের জন্য লড়তে যাচ্ছেন ৪৭ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় আবেদন কমেছে ২০ হাজারের মতো। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে এ বছর ইউনিটপ্রতি আবেদনের সংখ্যা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। ১৮ ডিসেম্বর শুরু হওয়া ভর্তি আবেদনের শেষ দিন ছিল ৫ জানুয়ারি। তথ্যানুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট আবেদন পড়েছিল ২ লাখ ৯৮ হাজার ৪২৯টি। এ বছর ১৯ হাজার ৪১২টি আবেদন কম পড়েছে। এ বছর সর্বোচ্চ আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে।

ইউনিটটিতে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮৫ জন। আসনপ্রতি আবেদন পড়েছে ৬৬টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসনপ্রতি ৩৮টি হারে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১২ হাজার ২৩০ জন। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনে আবেদন করেছেন ৩৭ হাজার ৬৬৪ শিক্ষার্থী। আসনপ্রতি ভর্তিচ্ছুর সংখ্যা ৩৬। এ ছাড়া চারুকলা ইউনিটে ১৩০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদনের সংখ্যা ৫৪। বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, আবেদনকারীর ফি জমা দেওয়া নিয়ে জটিলতা আছে। তা ছাড়া প্রবেশপত্র ডাউনলোডের আগে পরে কিছু আবেদনকারী বেড়ে বা কমে যেতে পারে। উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ বিজ্ঞান ইউনিট ও ৯ মার্চ হবে চারুকলা ইউনিটের ‘সাধারণ জ্ঞান ও অঙ্কন’ অংশের ভর্তি পরীক্ষা।

সর্বশেষ খবর