বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
কেন হলো এই বিপর্যয়

ভয়ভীতির কারণে মানুষ কেন্দ্রে যায়নি

মেজর অব. আখতার

নিজস্ব প্রতিবেদক

ভয়ভীতির কারণে মানুষ কেন্দ্রে যায়নি

বিএনপির বহিষ্কৃত নেতা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, যাদের ওপর নির্ভর করে নির্বাচন করেছি তারা কেউ ভোট কেন্দ্রে আসেনি। কায়েমি স্বার্থবাদী একটি চক্র তাদেরকে বিভ্রান্ত করেছে। ভোট কেন্দ্রে যাতে না যায় সে জন্য ভয় দেখিয়েছে, হুমকি-ধমকি দিয়েছে। তাই নির্বাচনের ফলাফল এমন হয়েছে। তবে আমার এলাকায় ৭ জানুয়ারির নির্বাচন অত্যন্ত অবাধ ও সুষ্ঠু হয়েছে। গতকাল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। মেজর (অব.) আখতার বলেন, তাঁর নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ-২। পাকুন্দিয়া ও কঠিয়াদি দুটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনের দুই/তিন দিন আগে তিনি দুই এলাকাতে দুটি জনসভার আয়োজন করেছিলেন। দুটি সভাতেই লক্ষাধিক করে জনসমাগম হয়েছে। তাদের সবার ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার কথা ছিল। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় স্বার্থবাদী একটি চক্র ভোটের আগের দিন প্রতিটি বাড়ি-মহল্লায় গিয়ে মানুষকে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়েছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গোলাগুলি হবে বলে সাবধান করে দিয়েছে। নিরুৎসাহিত করেছে।

মেজর আখতার বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতের আর কোনো ভবিষ্যৎ নেই। কারণ তাদের পক্ষে নিজেদের কিছু করার ক্ষমতা বা সাহস নেই। তারা এখনো বসে আছে- বিদেশিদের আশায়। বিদেশিরা এসে তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। তারপর তারা সরকার গঠন করবে।

সর্বশেষ খবর