বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ সড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীতে এ্যামট্রানেট গ্রুপের দুটি পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে পাওনা পরিশোধের দাবিতে টঙ্গীর ন্যাশনাল টিউবস রোড ও পিনাকি রোড এলাকায় এ্যামট্রানেট গ্রুপের মালিকানাধীন এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো ম্যানুফ্যাকচার লিমিটেড নামক ওই দুই কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক সূত্রে জানা যায়, কারখানার কয়েক হাজার শ্রমিক গতকাল সকালে কাজে যোগ দিয়ে উৎপাদন বন্ধ রেখে ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার দাবি জানান। পরে কারখানা কর্তৃপক্ষ বেতনের স্লিপ দেন, ওই স্লিপে নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন না থাকায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ ঘটনার পর দুপুরে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে, শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মূল ফটকে বিক্ষোভ করেন এবং কিছু সময় সড়ক অবরোধ করে রাখেন।

কারখানার এক নারী শ্রমিক জোসনা বলেন, কারখানা দুইটি একই মালিকের। ডিসেম্বর মাসের বকেয়া বেতন নতুন মজুরি কাঠামো অনুসারে পরিশোধের দাবি জানালে কারখানা মালিক তাতে রাজি হননি। নতুন শ্রমিকদের যেই বেতন পুরনো শ্রমিকদের সেই বেতন করা হয়েছে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এ ব্যাপারে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. ইমরুল কায়েস সুজন বলেন, নতুন মজুরি কাঠামো অনুসারেই বেতন দেওয়া হয়েছে, কিছু সিনিয়র শ্রমিকদের কম হয়েছে, এটা ঠিক করে দেওয়া হবে। এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, দুপুরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের দাবি না নামলে আগামী বৃহস্পতিবার ফের বিক্ষোভ করতে পারে।

সর্বশেষ খবর