বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাঙামাটিতে সেনা অভিযানে তিন অপহৃত উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাউখালীতে অভিযান চালিয়ে অপহৃত তিন গ্রামবাসীকে উদ্ধার করেছে সেনাবাহিনী। তারা হলেন চাখিয়াই মং মারমা (২২), বাদো মারমা (৩০), চিংথোয়াই প্রু মারমা (২৫)। মঙ্গলবার রাতে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় আমছড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় আমছড়ি থেকে চাখিয়াই মং মারমা, বাদো মারমা ও চিংথোয়াই প্রু মারমাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। খবর পেয়ে রাঙামাটি সদর জোন ও কাউখালী ক্যাম্পের সেনাবাহিনীর একটি বিশেষ দল অপহৃতদের উদ্ধার অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে মাত্র ৩০ ঘণ্টার মধ্যে অপহৃতদের উদ্ধার করে সেনাবাহিনী। রাঙামাটির কাউখালী থানার ওসি রাজীবচন্দ্র কর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর তৎপরতায় অপহৃতরা মুক্তি পেয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারে হস্তান্তর করা হয়েছে। অপহৃতরা সবাই অক্ষত আছেন।

সর্বশেষ খবর