শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
মন্ত্রী হয়ে যা বললেন। পররাষ্ট্র

চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে : হাছান

নিজস্ব প্রতিবেদক

চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে : হাছান

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ এবং বিচক্ষণতার সঙ্গে তিনি মন্ত্রিপরিষদ সাজিয়েছেন। প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটি আমি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। গতবার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন, সেটি আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছি। এবারও আমার ওপর দেওয়া দায়িত্ব শতভাগ নিষ্ঠা, একাগ্রতা ও সমস্ত প্রচেষ্টা দিয়ে পালন করব।

সর্বশেষ খবর