শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
শিক্ষা

সুযোগ সঠিক বণ্টনে কাজ করব : নওফেল

নিজস্ব প্রতিবেদক

সুযোগ সঠিক বণ্টনে কাজ করব : নওফেল

শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আগের মন্ত্রিসভার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। তিনি যে কল্যাণ রাষ্ট্র তৈরি করেছেন, সাধারণ মানুষের জন্য সুযোগ-সুবিধাগুলো দিচ্ছেন, সেগুলো যেন সাধারণ মানুষ সঠিকভাবে পায়, সেটা নিশ্চিত করার জন্য কাজ করব। জননেত্রী শেখ হাসিনা আমাদের দলীয় ইশতেহারেই আমাদের জন্য চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। ইশতেহারে নির্দেশনা দিয়ে দিয়েছেন কী করতে হবে। সুশাসন নিশ্চিত করতে কর্মসংস্থান তৈরি করতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করব।

সর্বশেষ খবর