শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
যুব ও ক্রীড়া

ক্রিকেট নিয়েই থাকব : পাপন

নিজস্ব প্রতিবেদক

ক্রিকেট নিয়েই থাকব : পাপন

আওয়ামী লীগ সরকারের পঞ্চম মেয়াদে মন্ত্রী হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাঁকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। গতকাল এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি শতভাগ নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। মন্ত্রী হওয়ার পর তিনি বিসিবি সভাপতির দায়িত্বে থাকবেন কি না- এমন প্রশ্নে নাজমুল হাসান বলেন, আইসিসির এখন কতগুলো নিয়ম আছে, ইচ্ছা করলেই ছেড়ে দেওয়া যায় না। আইসিসির যে কমিটিগুলোতে আমি আছি, আমি আবার চেয়ারম্যানও আছি। ওই দায়িত্বগুলো ওদের টার্ম শেষ হওয়ার আগে ছাড়া যায় না। তিনি বলেন, আমি চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব, যদি পারি, তাহলে দায়িত্ব ছেড়ে দেব। ক্রিকেট ছাড়তে পারবেন কি-না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব ছাড়ব, ক্রিকেট কোনো দিন ভোলার জিনিস নয়। এটা তো ছাড়তে পারবই না। সভাপতি বা পরিচালক না থাকলেও ক্রিকেট নিয়েই থাকব। এটা থেকে বের হওয়ার কোনো পথ নেই।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর