শিরোনাম
শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
মৎস্য

ইশতেহার বাস্তবায়নই চ্যালেঞ্জ : আবদুর রহমান

নিজস্ব প্রতিবেদক

ইশতেহার বাস্তবায়নই চ্যালেঞ্জ : আবদুর রহমান

মন্ত্রিসভায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। গতকাল তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মের স্বীকৃতি দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এটি অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রী যে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন, সেটা বাস্তবায়ন করাই সামনের দিনে আমাদের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় আমরা ঘোষণা করেছি, সে প্রত্যয়কে যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং যথার্থ অর্থেই বাংলাদেশ যেন স্মার্ট বাংলাদেশে পরিণত হয়। তিনি বলেন, বঙ্গবন্ধুর সারাজীবনের লালিত যে স্বপ্ন সোনার বাংলা গড়া, প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটানো, যে ব্রত নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন; সেটি আমাদের একটা স্বপ্নের আকাক্সক্ষা। সমগ্র জাতিকে আহ্বান জানাব, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি।

 

সর্বশেষ খবর