শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
তথ্য

অপশক্তির বিপক্ষে লড়াই চলবে : আরাফাত

নিজস্ব প্রতিবেদক

অপশক্তির বিপক্ষে লড়াই চলবে : আরাফাত

নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মোহাম্মদ এ আরাফাত বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাব। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কাজ করব। আর গণতন্ত্রবিরোধী, নির্বাচন বর্জনকারী সন্ত্রাসী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি দমনের জন্য আমার রাজনীতি থাকবে। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে শপথগ্রহণ শেষে বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তারুণ্যের প্রতি সব সময় আস্থা ছিল। ২০০৮ সালের নির্বাচনের পর যে মন্ত্রিসভা হয়েছিল সেটিও ছিল তারুণ্যনির্ভর। ২০১৪ সাল ও ২০১৮ সালে তারুণ্যকে গুরুত্ব দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী সব সময় তরুণদের সুযোগ দেন, তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা সুযোগ করে দেন। তিনি আমাদের ওপর আস্থা রেখেছেন, এ পরীক্ষায় কতটুকু উত্তীর্ণ হতে পারব তা নির্ভর করবে আমাদের ওপর।

 

সর্বশেষ খবর