শিরোনাম
শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

মহাসড়কে দিনভর থেমে থেমে যানজট

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

পৌষের শেষ ভাগে এসে হাঁড় কাঁপানো শীত জেঁকে বসেছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। গতকাল চার জেলায় মৃদু শৈত্যপ্রবাহের পাশাপাশি কয়েকটিতে গত কদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি এবং ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে মধ্যরাত থেকে স্থানভেদে সকাল-দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ফলে বিমান, নৌ ও সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনে তা কমে আরও বেশি ঠাণ্ডা অনুভূত হতে পারে। এ ছাড়া পাঁচ দিনের আগাম পূর্বাভাসে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায়, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতে ৯ দশমিক ৮ ডিগ্রি ও দিনাজপুরে ১০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসব জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী ও রবিশালে কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। খাগড়াখড়ি, নীলফামারী, সিরাজগঞ্জ, ভোলা, টাঙ্গাইল, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুরে ঘন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়েছে। মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঠান্ডা নিবারণে শীতবস্ত্রের দোকানগুলোতে ভিড় করছেন তারা। এদিকে ঘন কুয়াশায় পরিবহনের ধীরগতি ও যত্রতত্রভাবে গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আট কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হ?য়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এ ছাড়া ঘুন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিট থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে এবং রাত তিনটা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সকালে কুয়াশা কমে গেলে আবারও রুট দুটিতে ফেরি চলাচল শুরু হয়। এ প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও বরিশাল এবং নীলফামারী, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, ভোলা, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, টাঙ্গাঈল, চুয়াডাঙ্গা, পাবনা ও দিনাজপুর প্রতিনিধি।

 

 

সর্বশেষ খবর