শিরোনাম
শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

জমির ফসল খাওয়ায় পাখি হত্যা

শরীয়তপুর প্রতিনিধি

জমির ফসল খাওয়ার অভিযোগে গম ও ধানের সঙ্গে বিষ মিশিয়ে দেশি-বিদেশি দুই শতাধিক পাখি হত্যা করেছেন সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। গতকাল সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মধ্য সিড্যা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহজাহান মাদবর ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন ঘুঘু, শালিক, বক, চড়ইসহ দেশি-বিদেশি অতিথি পাখি খাবারের সন্ধানে মধ্য সিড্যা গ্রামের খনারপাড়ে আসে। দেশি-বিদেশি পাখির কলকাকলিতে মুখর থাকে পুরো ফসলি মাঠ। সেই এলাকার প্রভাবশালী শাহজাহান মাদবরের জমির ফসল খাওয়ার অভিযোগে তিনি বিষ প্রয়োগে হত্যা করে দুই শতাধিক দেশি-বিদেশি পাখি। তিনি কয়েক দিন ধরে ধানের সঙ্গে বিষ মিশিয়ে এ জাতীয় হত্যাযজ্ঞ চালিয়ে আসছেন। এলাকাবাসী পাখি হত্যার বিচার দাবি করছে। গোলাম মোস্তফা নামে একজন বলেন, কিছু বর্বর প্রকৃতির মানুষ বিষসহ নানা মাধ্যমে পাখিগুলো মেরে ফেলে, যা খুবই দুঃখজনক। অভিযুক্ত শাহজাহান মাদবরের পুত্রবধূ হিমু আক্তার বলেন, জমিতে ইঁদুর মারার বিষ দেওয়া হয়েছিল। তাতে যে এমন ঘটনা ঘটবে আমাদের জানা ছিল না। ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত বলেন, গম খেতে বিষ দিয়ে পাখি মেরেছেন কৃষক শাজাহান মাদবর। এজন্য তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন।

সর্বশেষ খবর