রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দিয়েছেন

ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক

ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দিয়েছেন

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, মূল্যস্ফীতির কারণে ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দিয়েছেন। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এক সময় ক্রেতাদের পোশাকের চাহিদা অনেক বেশি ছিল। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফারুক হাসান বলেন, ক্রেতাদের মর্টগেজের সুদ অনেক বেশি বেড়ে গেছে। কিস্তির পরিমাণ বেড়েছে। আবার আমাদেরও উৎপাদন খরচ অনেক বেড়েছে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি শ্রমিকের মজুরি বেড়েছে। আমাদের দেশেও সুদহার বেড়েছে। সবগুলো কারণ মিলিয়ে চাহিদা কমায় আমাদের রপ্তানিও কমে গেছে। তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে রপ্তানি আরও কমত, যদি আমরা কিছু কিছু ক্ষেত্রে পণ্য বৈচিত্রকরণ না করতাম। আমাদের গার্মেন্টের পণ্য কিছু কিছু ডাইভারসিফিকেশন করেছি। ইনোভেশন করেছি। নতুন নতুন বাজারে গিয়েছি। সবকিছু মিলে আমরা কিছুটা হলেও রপ্তানি বাড়াতে পেরেছি।

সর্বশেষ খবর