রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বিশ্বে চাহিদা কমায় রপ্তানি কমেছে

শহিদুল্লাহ আজিম

নিজস্ব প্রতিবেদক

বিশ্বে চাহিদা কমায় রপ্তানি কমেছে

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেছেন, বিশ্বব্যাপী তৈরি হওয়া অর্থনৈতিক সংকট এখনো কাটেনি। তারপরে এখানে ওখানে যুদ্ধ চলছে। এসব কারণে সারা বিশ্বেই তৈরি পোশাকের চাহিদা কমে গেছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলপকালে তিনি এসব কথা বলেন।

শহিদুল্লাহ আজিম বলেন, মহামারি করোনার পর সারা বিশ্বে যে সংকট তৈরি হয়েছে, সেটা এখানো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। মহামারির প্রকোপ কমে আসার আগেই শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। নতুন করে শুরু হয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এসব কারণে শুধু বাংলাদেশ থেকে নয়, বিশ্বের অন্যান্য দেশ থেকেও পোশাক রপ্তানি কমেছে।

তিনি আরও বলেন, বিশ্বে একটা টালমাটাল অবস্থা। ফলে আমাদের অর্ডারগুলো কম, একটু ধীরগতিতে চলছে। তবে ধীরে ধীরে মনে হয় সব ঠিক হবে। বিশ্ব পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত করে বলা যাবে না।

সর্বশেষ খবর