রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

টিকা সংকটে ঝুঁকিতে শিশুরা

জয়শ্রী ভাদুড়ী

তিন মাস বয়সী ছেলেকে নিয়ে রাজধানীর আজিমপুর মাতৃসদনে টিকার জন্য এসেছিলেন সীমা সাহা। কিন্তু টিকা না থাকায় ফিরে যাচ্ছিলেন তিনি। সীমা সাহা বলেন, ‘তিন সপ্তাহ ধরে ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কেন্দ্রে এসে টিকা না পেয়ে ফিরে যাচ্ছি। প্রথম ডোজ দেওয়ার পরে দ্বিতীয় ডোজের জন্য ঘুরছি। কিন্তু টিকা কেন্দ্র থেকে বলা হয়েছে আরও দুই দিন পরে আসতে।’ রাজধানীর বাসাবোর মহানগর স্যাটেলাইট ক্লিনিকে গিয়ে দেখা যায় টিকা না পেয়ে কোলের সন্তানদের নিয়ে ফিরে যাচ্ছেন অভিভাবকরা। সবুজবাগ থেকে চার মাস বয়সী মেয়েকে নিয়ে এসেছিলেন সাইদুল ইসলাম। তিনি বলেন, ‘অক্টোবরে টিকা পাওয়ার কথা থাকলেও দুই মাস ঘুরে ডিসেম্বরে মেয়েকে মাত্র ১টা টিকা দিতে পেরেছি। আর দুই ডোজ টিকা যে কবে পাব। শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও টিকা সংকট দেখা দিয়েছে।’ ইপিআইর অধীনে শিশু জন্মের ৬, ১০ ও ১৪ সপ্তাহে তাকে ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুস্টংকার, হেপাটাইটিস-বি ও হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকা দেওয়া হয়। দেশে এক বছরের কম বয়সী শিশুর ছয়টি সংক্রামক রোগের (ওপরের পাঁচটি রোগ ও যক্ষ্মা) টিকা দেওয়ার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহায়তায় ১৯৭৯ সালের ৭ এপ্রিল ইপিআই কার্যক্রম শুরু হয়। জানা গেছে, গত দেড় মাসের বেশি সময় ধরে টিকা কেন্দ্রগুলোয় শিশুদের জন্মের পর ধাপে ধাপে দেওয়া টিকাদান কার্যক্রমের (ইপিআই) কিছু টিকার সংকট দেখা দিয়েছে। ফলে প্রতিদিনই অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে টিকা কেন্দ্রে নিয়ে এসে ফিরে যাচ্ছেন।

আজহার মাহমুদ, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামের টিকাদান কেন্দ্রগুলোতে নিউমোনিয়া প্রতিরোধের টিকার সংকট দেখা দিয়েছে। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) নামের এই টিকা সাধারণত শিশুর জন্মের ছয় সপ্তাহ পর দিতে হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল টিকাদান কেন্দ্রে সন্তানকে নিউমোনিয়ার টিকা দিতে গিয়ে না পেয়ে ফিরে এসেছেন আতিক শাহ নামের এক অভিভাবক। তিনি বলেন, ‘প্রতিবারই হাসপাতালের টিকা কেন্দ্র থেকে বলেছে- টিকা শেষ। আজকালের মধ্যে আসবে। কিন্তু দুই সপ্তাহ ধরে ঘুরছি।’ চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ইপিআই কর্মসূচির আওতায় সরকার বিনামূল্যে নিউমোনিয়ার প্রতিষেধক হিসেবে শিশুর জন্মের ৬, ১০ ও ১৪ সপ্তাহের সময় পিসিভি টিকা দেওয়া হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তা জয়নব বেগম জানান, ‘শুধু চট্টগ্রামে নয়, সারা দেশেই পিসিভি টিকার সংকট রয়েছে। এগুলো অন্য দেশ থেকে আমদানি করতে হয়।’ এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) লাইন ডিরেক্টর নিজাম উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দুই তিনটি ভ্যাকসিনের সংকট ছিল। টিকাগুলো বিদেশ থেকে আসতে মাঝে মাঝে একটু দেরি হয়। টিকার চালান চলে এসেছে। আর টিকার সংকট থাকবে না, দ্রুত কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে।’

সর্বশেষ খবর