রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আট বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

শাহেদ আলী ইরশাদ

চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম পাঁচ মাসে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার তলানিতে নেমেছে। জুলাই-নভেম্বর সময়ে ব্যয় হয়েছে বরাদ্দকৃত অর্থের মাত্র ১৭ শতাংশ। যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, সরকারের চলমান ব্যয় সংকোচন নীতির কারণে এমন অবস্থা তৈরি হয়েছে। সারা বছর দেশের উন্নয়নে কত অর্থ ব্যয় করা হবে, তা নির্ধারণ করা হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে। ২০২৩-২৪ অর্থবছরের উন্নয়ন রূপরেখায় বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। কিন্তু অর্থবছরের প্রথম পাঁচ মাসে ব্যয় করা গেছে ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা বা ১৭ দশমিক ০৬ শতাংশ। হিসাব বলছে, বাস্তবায়নের এই হার গেল আট বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৬-১৭ অর্থবছরে ব্যয় হয়েছিল ১৯ দশমিক ১৩ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ২০ দশমিক ১১ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে ব্যয় হয়েছিল ২০ দশমিক ১৫ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে এই হার ছিল ১৯ দশমিক ২৪ শতাংশ। ২০২০-২১ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ১৭ দশমিক ৯৩ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে এই হার ছিল ১৮ দশমিক ৬১ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়নের হার ছিল ১৮ দশমিক ৪১ শতাংশ। আর চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বাস্তবায়নের এই হার নেমে এসেছে ১৭ দশমিক ০৬ শতাংশে।

অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, আমাদের প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতিতে সব সময় একটা ঘাটতি থাকে। বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যেসব নতুন প্রকল্প যুক্ত হয়, সেগুলো শুরু করতে অনেক সময় লেগে যায়। কিন্তু এই অঙ্কটা তো বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ধরা আছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, আমাদের ব্যবস্থাপনায় প্রস্তুতি নিতে নিতেই প্রথম ছয় মাস চলে যায়। তাই প্রতি অর্থবছরের প্রথমার্ধে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় অনেক কম হয়। ব্যয় সাধারণত হয় অর্থবছরের শেষ চার মাসে। আরেকটা বিষয় হলো এই বছর অর্থ বিভাগ খুব পরিমিতভাবে অর্থছাড় করছে এবং অনেক প্রকল্পে অর্থই ছাড় করছে না। সে কারণে লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সরকারের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যমতে, জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত ১১টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ১০ শতাংশ অর্থও খরচ করতে পারেনি। এর মধ্যে সরকারি কর্ম কমিশনের একটি প্রকল্পে ৩০ কোটি বরাদ্দ থাকলেও প্রথম পাঁচ মাসে খরচ করতে পারেনি ১ টাকাও। সব মিলিয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অর্থ রয়েছে ২ লাখ ২৭ হাজার ৮১৭ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৩৯২টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য রয়েছে সরকারের।

 

সর্বশেষ খবর