রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নৌকার প্রার্থী নিলুফার জয়ী

ময়মনসিংহ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি জয়ী হয়েছেন। এ আসনে ৯২ কেন্দ্রে নৌকা প্রতীকে পপি পেয়েছেন ৫৪ হাজার ৪৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট। গতকাল স্থগিত এক কেন্দ্রের ভোট গণনা শেষে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন এ আসনের রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

৭ জানুয়ারি ভোট গ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালট বাক্স ছিনতাই করলে ভোট গ্রহণ বাতিল করা হয়। ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়। এতে এই আসনের নির্বাচনি চূড়ান্ত ফলাফল ঘোষণা আটকে থাকে। গতকাল ওই কেন্দ্রে ভোট হয়েছে। সকাল ৮টায় ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। স্থগিত হওয়া কেন্দ্রে মোট ৩ হাজার ৩২ ভোটের মধ্যে গতকাল ১ হাজার ৬৭৬ ভোট পড়ে। নষ্ট হয়েছে ১৫টি ভোট। ফলে ওই কেন্দ্রে মোট বৈধ ভোটের সংখ্যা ১ হাজার ৬৬১টি। এর মধ্যে নৌকা প্রতীকের নিলুফার আনজুম পপি ভোট পান ১ হাজার ২৯৫ এবং ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৩৫৫ ভোট। বাকি ১১ ভোট অন্য প্রার্থীরা পান। নিলুফার আনজুম প্রথমবার নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ আসনের অন্য সাত প্রার্থী জামানত হারিয়েছেন। গতকাল গৌরীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

সর্বশেষ খবর