মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

মিসর ও আলজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

কূটনৈতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজেদ তাবুন ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। গতকাল পাঠানো ভিন্ন ভিন্ন অভিনন্দনপত্রে তারা এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীকে লেখা অভিনন্দনপত্রে আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, আপনার দল সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি পুনর্নির্বাচিত হওয়ায় আলজেরিয়ার জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। নতুন ম্যান্ডেটের দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করছি, বলেন তিনি। আবদুল মাজেদ তাবুন বলেন, এই উপলক্ষে আমাদের বন্ধুত্ব ও সংহতির সম্পর্ককে সুসংহত করার পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংরক্ষণে আমাদের সম্পর্কের মাত্রা ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার আমার অব্যাহত প্রস্তুতি ব্যক্ত করতে চাই। আবদুল মাজেদ তাবুন শেখ হাসিনাকে আলজেরিয়ায় সরকারি সফরে আবারও আমন্ত্রণ জানান। অন্যদিকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তাঁর অভিনন্দনপত্রে বলেন, সম্প্রতি আপনার দেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি নতুন মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। মিসরের প্রেসিডেন্ট আরও বলেন, এই উচ্চ পদে আপনার পুনর্নির্বাচন হচ্ছে আপনার দেশের আরও অগ্রগতি অর্জনে আপনার সক্ষম নেতৃত্বের প্রতি আপনার জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। সিসি বলেন, এই সুযোগে আমি আনন্দের সঙ্গে স্বীকার করছি যে, মিসর ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রয়েছে। এক্ষেত্রে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে আগামী বছরগুলোতে বৃদ্ধি অব্যাহত থাকবে। তিনি অভিনন্দন পুনর্ব্যক্ত করে বলেন, আপনার মঙ্গল কামনা করে পাঠানো আমার আন্তরিক শুভেচ্ছা বার্তা আপনি অনুগ্রহ করে গ্রহণ করুন। তিনি বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের অব্যাহত সফলতা, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

 

 

 

সর্বশেষ খবর