বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

নবজাতকের লাশ কুকুরের মুখে

ময়মনসিংহ প্রতিনিধি

কুকুরের মুখে ফুটফুটে এক নবজাতকের লাশের ছবি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থান হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কথা উল্লেখ করা ছবিটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বলে মনে করা হচ্ছে। হাসপাতালের প্রসূতি, শিশু ও নবজাতক ওয়ার্ডে এক সপ্তাহ ধরে ভর্তি থাকা নারী ও স্বজনদের সঙ্গে কথা বলেও ছবির সত্যতা মেলেনি। ছবিটি ২০১৫ সালের বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক মো. জাকিউর রহমান। তিনি বলেন, এটি ২০১৫ সালের ছবি। এ ধরনের ঘটনা আমাদের হাসপাতালে ঘটেনি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, ছবিটি ফেসবুকে আমিও দেখেছি। তবে এ বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই।

সর্বশেষ খবর