বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পোশাক শ্রমিকদের ছাঁটাইয়ে বিক্ষোভ

সাভার প্রতিনিধি

সাভারে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। গতকাল সকালে সাভারে উলালই বাসস্ট্যান্ডসংলগ্ন আনলিমা গ্রুপের লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। নিজ কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ থেকে ভুক্তভোগী শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ শ্রমিকদের আইনগত বকেয়া পাওনা পরিশোধ না করে টালবাহানা করছেন। কর্তৃপক্ষ জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে বকেয়া না দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা এই কর্মসূচি পালন করছি। পোশাক শ্রমিক রোকেয়া বেগম বলেন- আমাদের জোর করে অব্যাহতিপত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বকেয়া ও আইনগত পাওনা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। আমরা এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের গালাগাল করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আরেক শ্রমিক রুবি বলেন, পূর্ব নোটিস ছাড়াই আমাদের ছাঁটাই করা হয়েছে। আবার পাওনাও পরিশোধ করছে না। বর্তমানে আমরা অনিশ্চয়তায় ভুগছি। আমরা অন্যত্র চাকরিও পাচ্ছি না। টাকার অভাবে বাজার করা এবং বাসা ভাড়া দিতে পারছি না। আমরা অমানবিক জীবনযাপন করছি। রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের ঢাকা জেলা সভাপতি শফিকুল ইসলাম নেওয়াজ বলেন- অন্যায়ভাবে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে শ্রমিকদের কাজ থেকে বিরত রেখে কারখানা কর্তৃপক্ষ অমানবিকতার পরিচয় দিয়েছেন। শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে অবিলম্বে তাদের আইনগত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তিনি। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

সর্বশেষ খবর