শিরোনাম
শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শিল্পকলায় তিন নাটক মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় তিন নাটক মঞ্চস্থ

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিন মিলনায়তনে গতকাল তিনটি নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠে শিল্পকলা একাডেমি। একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় পুলিশ নাট্যদলের নাটক ‘অভিশপ্ত আগস্ট’, একই সময় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় শূন্যন রেপার্টরি থিয়েটার প্রযোজিত নাটক ‘রঙিন চরকি’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় ঢাকা থিয়েটারের নাটক ‘মেডিয়া’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে খুনের ঘটনা অর্থাৎ ’৭৫ এর ১৫ আগস্টের করুণ ঘটনা নিয়ে বিন্যস্ত হয়েছে পুলিশ নাট্যদলের নাটক ‘অভিশপ্ত আগস্ট’-এর কাহিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগ, পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন পুলিশ সদর দফতরের পরিদর্শক মো. জাহিদুর রহমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পুলিশ নাট্যদলের সদস্যরা। শূন্যন রেপার্টরি থিয়েটার প্রযোজিত মান্নান হীরা রচিত ও সাজিদুর রহমান নির্দেশিত ‘রঙিন চরকি’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন - মোমেনা চৌধুরী, জুয়েল মিজি, রাফিউল রকি, তৌফিক মেজবাহ, বিলকিস মীর, ফিরোজ আল মামুন, সাজিদুর রহমান প্রমুখ। এ ছাড়া ঢাকা থিয়েটারের ‘মেডিয়া’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দলের নিয়মিত অভিনয়শিল্পীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর