শিরোনাম
শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইজিবাইক চালককে পরিকল্পিত হত্যায় তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

শরীয়তপুরে পাওনা টাকা নিয়ে তর্কের জেরে ইজিবাইক চালককে পরিকল্পিতভাবে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- আরিফ (২২) এবং দুই সহোদর পারভেজ বেপারি (২৬) ও সজীব বেপারি। গত বৃহস্পতিবার র‌্যাব-৩ এর একাধিক টিম তাদের নারায়ণগঞ্জ ও ঢাকার বনানী এলাকা থেকে গ্রেফতার করে। গতকাল রাজধানীর টিকাটুলিতে র‌্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, শরীয়তপুরের সখীপুরে অটোরিকশা চালক হাবিবুর রহমান ওরফে হাবু মাদবরের সঙ্গে গ্রেফতার আরিফের অর্থনৈতিক লেনদেন ছিল। তাদের মধ্যে এ নিয়ে তর্কবিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটে। আরিফ এ ঘটনায় হাবিবের ওপর ক্ষিপ্ত হয়ে শায়েস্তার পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নে তার বন্ধু নাহিদ সরদার, পারভেজ বেপারি, সজীব বেপারিসহ আরও কয়েকজন সহযোগীর সঙ্গে গোপনে বৈঠক করে হত্যার সিদ্ধান্ত নেয়। গ্রেফতারদের বর্ণনা দিয়ে তিনি বলেন, আরিফ সখীপুর এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসায় জড়িত। সে মাঝেমধ্যে অটোরিকশা চালাত এবং কখনো কখনো ট্রাকের হেলপারি করত। তার মূল কাজ ছিল কিশোর গ্যাং ও মাদক ব্যবসা। নিজে বেপরোয়া চলাফেরার পাশাপাশি এলাকায় কিশোরদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন অপকর্ম করাত। পারভেজ এবং সজীব বেপারি আপন দুই ভাই। পারভেজ ৮ম শ্রেণি এবং সজীব ৯ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তাদের মা জর্ডান প্রবাসী। বাবার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বাবা-মা কাছে না পেয়ে পড়াশোনা না করে তারা এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। তারা আরিফের নেতৃত্বে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল। আরিফের পরিকল্পনা অনুযায়ী পারভেজ সবাইকে ফোনে একত্রিত করে এবং নিজে এ নির্মম হত্যাকান্ডে সরাসরি অংশ নেয়।

সর্বশেষ খবর