রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরার কম্বলে খুশি ৫ হাজার পরিবার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বসুন্ধরার কম্বলে খুশি ৫ হাজার পরিবার

দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের কম্বল পেল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ৫ হাজার পরিবার। গতকাল বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে পরিচালিত বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর বসুন্ধরা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন প্রমুখ। সকালে বসুন্ধরা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে ২ হাজার কম্বল বিতরণ করা হয়। পরে পাহাড়িয়াকান্দি, ছয়ফুল্লাকান্দি এবং সফিরকান্দিতে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

ময়নাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপ শুভ কাজে সবার পাশে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ক্লান্তিকালে দেশ ও দেশের জনগণের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দেয়। তারই ধারাবাহিতায় মাসব্যাপী সারা দেশের বিভিন্ন স্থানে অসহায় ও হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছে বসুন্ধরা গ্রুপ। তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তাঁর পরিবারের সবার জন্য দোয়া কামনা করেন। আইয়ুবপুরের আছিয়া বেগম (৬৫) বলেন, ‘এইবারের ঝারের (শীত) মতো এমন ঝার আর দেহি নাই। এই ঝারে কম্বলডা অনেক কাজে লাগবে। যেরা কম্বলডা দিতেছে হগলের লাগি দোয়া করি।’

সর্বশেষ খবর