রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

কম দামে মাংস বিক্রি করায় কসাইকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘায় কম দামে মাংস বিক্রি করা নিয়ে কথা কাটাকাটির জেরে এক মাংস বিক্রেতাকে (কসাই) হত্যা করার অভিযোগ উঠেছে আরেক বিক্রেতার বিরুদ্ধে। গতকাল সকালে উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে। নিহত মামুন হোসেন (৩০) আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত মাংস বিক্রেতার নাম খোকন। তার বাড়িও একই গ্রামে। মামুন ও খোকন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। এলাকাবাসীর বরাত দিয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মামুন আড়ানী হাটে ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছিলেন। এ সময় আরেক বিক্রেতা খোকন হোসেন পাশের একটি দোকানে ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিলেন। মাংসের দাম নিয়ে দুই বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকন তার হাতে থাকা ছুরি দিয়ে মামুনকে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। খোকনকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

 

সর্বশেষ খবর