সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বসুন্ধরার শীতবস্ত্রে খুশি মানুষ

কেরানীগঞ্জ কুষ্টিয়া পটুয়াখালীতে বিতরণ

প্রতিদিন ডেস্ক

বসুন্ধরার শীতবস্ত্রে খুশি মানুষ

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা, কুষ্টিয়ার মিরপুর ও পটুয়াখালীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। কেরানীগঞ্জে গতকাল ৪ হাজার হতদরিদ্র মানুষ শীতবস্ত্র পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তারা বলেছে- হাড়কাঁপানো এই শীতে বসুন্ধরার কম্বল আমাদের জন্য আশীর্বাদ। আমরা বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞ। গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জের     কোন্ডা ইউনিয়নের আইন্তা বসুন্ধরা রিভারভিউ এলাকায় কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ কে এম নাজমুল হক। বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী আবদুল কাদেরের সভাপতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. সোহেল রানাসহ বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা। কম্বল পেয়ে খুশিতে (৮০) বছরের বৃদ্ধা সমেদন খাতুন বলেন, এখন অনেক শীত পড়ে। শীতবস্ত্রের অভাবে রাতে অনেক কষ্ট করেছি। এই কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমাতে পারব। আল্লাহ যেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পরিবারকে ভালো রাখেন। বৃদ্ধ মানিক চান বলেন, কম্বল পেয়ে আমি মহাখুশি। প্রতি বছরই বসুন্ধরার কম্বলের অপেক্ষায় থাকি। প্রতি বছরই বসুন্ধরা আমাদের শীতের সময় কম্বল দিয়ে থাকে। আল্লাহ তাদের মঙ্গল করুন। স্থানীয়রা জানান, বসুন্ধরা গ্রুপের মতো সমাজের অন্য বিত্তবানদেরও হতদরিদ্র ও ছিন্নমূলদের পাশে দাঁড়ানো উচিত। তারা বসুন্ধরা গ্রুপের মালিকপক্ষ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের দিকে যেভাবে সহায়তার হাত বাড়িয়েছে, তা প্রশংসনীয়। এমন মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ। কনকনে ঠান্ডা আর ঘনকুয়াশায় অসহায় হতদরিদ্র মানুষ শীত নিবারণে কম্বল পেয়ে খুশি হয়েছেন। বসুন্ধরা গ্রুপ শীতার্তদের পাশে দাঁড়িয়ে মহৎ কাজটি করল। বসুন্ধরার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপ যে কোনো দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপও অসহায় মানুষকে সহযোগিতা করছে। মহামারি করোনার সময় বসুন্ধরা গ্রুপের মানবিক কার্যক্রম মনে রাখার মতো। তারা হাসপাতাল নির্মাণ করে জনগণের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছিল। বসুন্ধরা গ্রুপের এই মানবিক কার্যক্রমে আমি শ্রদ্ধা জানাই। কেরানীগঞ্জকে নিরাপত্তার চাদরে ঢেকে দিতে বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে। বসুন্ধরা গ্রুপের ১০ কোটি টাকা অর্থায়নে পুলিশের স্মার্ট নজরদারির আওতায় কেরানীগঞ্জ। শুধু তাই নয়, কেরানীগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে বসুন্ধরা গ্রুপকে আমরা পাশে পেয়েছি। কুষ্টিয়া : কুষ্টিয়ায় বসুন্ধরা শুভসংঘের কম্বল বিতরণের শেষ দিনে উপস্থিত ছিলেন দুজন সংসদ সদস্য কুষ্টিয়া-২ আসনের কামারুল আরেফিন ও পার্শ্ববর্তী মেহেরপুর-২ আসনের নাজমুল হক সাগর। জেলার মিরপুর উপজেলার আমলা ফুটবল মাঠে গতকাল সকালে তাদের হাত থেকে কম্বল নিতে জড়ো হন ৫০০ শীতার্ত মানুষ। বসুন্ধরার শীত উপহার পেয়ে তারা খুশিতে দোয়া করেছেন গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে। কম্বল বিতরণ শেষে সংসদ সদস্য কামারুল আরেফিন বলেন, দেশে অনেক শিল্প গ্রুপ আছে; কিন্তু বসুন্ধরার চেয়ারম্যান-এমডির মতো মানসিকতা কারও নেই। তারা মানুষের কল্যাণে তৃণমূলে কাজ করে যাচ্ছেন। কুষ্টিয়ার জামাই হিসেবে তিনি বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে এখানে দানের হাত আরও প্রসারিত করার আহ্বান জানান। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হক সাগর বসুন্ধরা গ্রুপের সমাজসেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তিনি তার এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরার চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান। বলেন- সরকারি-বেসরকারি উদ্যোগে মানুষকে সহযোগিতা করা গেলে অসহায়দের দুঃখ-দুর্দশা ঘুচবে। তিনি অন্যদেরও বসুন্ধরার মতো সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান। কুষ্টিয়ায় কম্বল বিতরণের সমন্বয়ে জড়িত দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক জানান, কুষ্টিয়ায় সব মিলিয়ে সাত হাজার কম্বল বিতরণ করা হয়েছে। জেলার সবকটি উপজেলার প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে বসুন্ধরার শীত উপহার। পটুয়াখালী : বসুন্ধরা গ্রুপের স্বেচ্ছাসেবী সংগঠন শুভসংঘ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ২৮০ জন নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বসুন্ধরা শুভসংঘের কলাপাড়া শাখার প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সিমা, বসুন্ধরা শুভসংঘের কলাপাড়া শাখার শুভ্রা চক্রবর্তী কল্যাণী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিরাজ এবং কালের কণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক জাকারিয়া জামান উপস্থিত ছিলেন। একই দিন বিকালে শুভসংঘ কুয়াকাটা শাখার উদ্যোগে ২৫০ জন বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় বসুুন্ধরা শুভসংঘ কুয়াকাটা শাখার প্রধান উপদেষ্টা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, উপদেষ্টা মাওলানা আবদুল মান্নান, কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র মো. মনির শরীফ, কালের কণ্ঠের সিনিয়র সহ-সম্পাদক জাকারিয়া জামান এবং শুভসংঘ কুয়াকাটা শাখার সভাপতি ইব্রাহীম ওয়াহিদ, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সাগর প্রমুখ উপস্থিত ছিলেন। কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সিমা বলেন, সমুদ্র তীরবর্তী এই অঞ্চলে গত দুই সপ্তাহ ধরে প্রচ- ঠান্ডা প্রবাহিত হচ্ছে। এতে অসহায় ও দরিদ্র নারী-পুরুষ চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই মুহূর্তে বসুন্ধরা গ্রুপের পক্ষে ‘বসুন্ধরা শুভসংঘ’ কম্বল দিয়ে মহৎ কাজ করেছে। বসুন্ধরা শুভসংঘের কলাপাড়া শাখার প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে আমি গর্বিত যে, দানবীর বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠনে আমি যুক্ত হতে পেরেছি। একই সঙ্গে সেই সংগঠনের মাধ্যমে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে শীত নিবারণের বস্ত্র বিতরণ করতে পেরেছি। বসুন্ধরা দেশ ও মানুষের কথা বলে। এখন দেখলাম তারা শুধু বলে না- তারা আর্তমানবতার জন্য অনেক কিছুই করছে।

সর্বশেষ খবর