শিরোনাম
সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শীতের দাপট, জেলায় জেলায় স্কুল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

দেশে উত্তরের জেলাগুলোতে শীতের দাপট কমছেই না। অব্যাহত ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে নাকাল এসব এলাকার মানুষ। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জের ওপর দিয়ে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় রাজশাহী, জয়পুরহাট, দিনাজপুর ও কুড়িগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে রাজশাহী ও জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়গুলো রবিবার এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো রবি ও সোমবার বন্ধ রাখার নির্দেশনা দেয় প্রশাসন। আর গত বৃহস্পতিবার থেকে বন্ধ আছে পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে গতকাল পঞ্চগড়ের স্কুলগুলো খুলে দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, শীতের তীব্রতার কারণে তিন জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও রবিবার পঞ্চগড়ের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও নওগাঁর স্কুলগুলো বন্ধ হয়নি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এলে স্কুল বন্ধ ঘোষণা করা হবে। এদিকে গতকাল লালমনিরহাটে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরে জেলায় সর্বনিম্ন। নীলফামারীতে আবারও শুরু হয়েছে ঘন কুয়াশা। দিনাজপুরে সপ্তাহব্যাপী ঘন কুয়াশা অব্যাহত থাকার পর দুই দিন ধরে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। তবে ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন জেলার কৃষকরা। সিরাজগঞ্জে শনিবার রাত থেকে কুয়াশাচ্ছন্ন ছিল মহাসড়ক। ফলে রাত থেকে সকাল পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে আলো বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ প্রতিবেদন প্রস্তুতে রাজশাহী, রংপুর, নওগাঁ, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, জয়পুরহাটের আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিরা সহায়তা করেছেন।

সর্বশেষ খবর