সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ভারতীয় স্বামী পলাতক

বাংলাদেশি নারীর ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন আদালতে খারিজ

কলকাতা প্রতিনিধি

ভারতে থাকার মেয়াদ বাড়ানোর জন্য এক বাংলাদেশি নারীর আবেদন খারিজ করে দিয়েছেন কর্ণাটক হাই কোর্ট। আদালত সূত্র জানিয়েছে, ওই নারীর ভারতীয় স্বামীকে ‘পলাতক’ উল্লেখ করায় আদালত ‘ডিপেন্ডেন্ট’ ভিসার মেয়াদ বাড়াননি।

গতকাল হাই কোর্টে বিচারপতি এম নাগাপ্রসন্নর বেঞ্চে ৪৬ বছর বয়সী রক্তিমা খানমের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদনটির শুনানি ছিল। আদালত সূত্র জানায়, ভারতীয় নাগরিক জনার্ধন রেড্ডিকে বিয়ে করার জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে ২০১৭ সালে ভারতে আসেন রক্তিমা। ওই বছরের ডিসেম্বর মাসে তাদের বিয়ে হয়। ২৫ ডিসেম্বর দিল্লিতে ইসলাম ধর্ম গ্রহণ করেন জনার্ধন রেড্ডি। ২০১৮ সালের ২ জানুয়ারি উত্তরপ্রদেশে বিয়ের নিবন্ধন হয়। কিন্তু এই নিবন্ধন বৈধ ছিল না। পরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরই মধ্যে রক্তিমার ভারতে থাকার ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে চেন্নাই থেকে নিজের দেশ বাংলাদেশে ফিরে যান তিনি। ঢাকায় ফিরে তিনি নতুন করে ভারত ভ্রমণের জন্য ভিসার আবেদন করেন। তখন তাকে ‘ডিপেন্ডেন্ট ভিসা’ প্রদান করা হয়। এর মেয়াদ ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ ছিল। এরপর সেই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ফের আবেদন করেন রক্তিমা। তার ভিসার মেয়াদ ২০২৩ সালের ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। সেই ভিসার মেয়াদও শেষ হয়ে যাওয়ার পর নতুন করে মেয়াদ বাড়ানোর আবেদন করেন রক্তিমা। কিন্তু আদালতে তিনি আবেদনপত্রের স্বপক্ষে কোনো স্পন্সর/বাবা-মা/স্বামীর কাছ থেকে সম্মতিপত্র দিতে পারেননি। স্বামীকে তিনি ‘পলাতক’ দেখান। এ কারণে আদালত তার আবেদন খারিজ করেছেন। এই সঙ্গে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে এই বাংলাদেশি নারীকে যেন তার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

সর্বশেষ খবর