সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

র‌্যাব পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় র‌্যাব পরিচয়দানকারী একটি ছিনতানকারী দল ইসলামী এজেন্ট ব্যাংক কর্মীকে মারধর করে হাতিয়ে  নেয় ১০ লাখ টাকা। পরে পুলিশের ধাওয়া খেয়ে শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকায় গাড়িটি  ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারী দলের সদস্যরা। গতকাল সকালে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে ভাঙ্গার পুখুরিয়া এলাকায়। ছিনতাইকারীর কবলে পড়া ইসলামী এজেন্ট ব্যাংক কর্মী মারপিটে আহত হয়ে বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ওই ব্যক্তির নাম আতিকুল রহমান (৩০)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বগাইল গ্রামের খবির শেখের ছেলে। তিনি ভাঙ্গার পুখুরিয়ার ইসলামী এজেন্ট ব্যাংকিং শাখায় কর্মরত আছেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আতিকুল রহমান জানান, তিনি গতকাল ইসলামী ব্যাংক ভাঙ্গা শাখা থেকে তার এজেন্ট ব্যাংকের জন্য ১০ লাখ ৮ হাজার ৫০০ টাকা তুলে একটি লোকাল বাসে করে ভাঙ্গা থেকে পুখুরিয়া যাচ্ছিলেন। বাসটি পুখুরিয়া বাসস্ট্যান্ডের আগে একটি পেট্রল পাম্পের কাছে  পৌঁছালে একটি মাইক্রোবাস গাড়িটির গতিরোধ করে। পরে মাইক্রোবাস থেকে তিন চারজন লোক নেমে ওই বাসে উঠে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে জানায়, এ গাড়িতে একজন আসামি আছে। এ কথা বলে আতিকুলকে বাস থেকে নামায়। ওই সময় তিনি চিৎকার করলে র‌্যাব পরিচয় পাওয়ায় তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। পরে আতিকুলকে ওই মাইক্রোবাসে উঠিয়ে তার চোখ ও মুখ কাপড় দিয়ে বেঁধে দেয়। এবং মারপিট করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়।

এরপর তাকে ভাঙ্গা হয়ে ঢাকা-খুলনা মহসড়ক দিয়ে গোপালগঞ্জের দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া নামক জায়গায় নিয়ে গাড়ি থেকে  ফেলে দেয়। ছিনতাইকারীরা গাড়ি চালিয়ে পদ্মা সেতুর দিকে  চলে যায়। পরে তিনি  বিষয়টি পুলিশকে জানান। ভাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ ধাওয়া করলে ছিনতাইকারীর দল দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়তপুরের পদ্মা দক্ষিণ থানাধীন নাওডোবা এলাকার ন্যাশনাল ব্যাংক সংলগ্ন সরু সড়কে ঢুকলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি সড়কের পাশের একটি অর্জুন গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়। পরে ছিনতাইকারীরা গাড়িটি ফেলে রেখে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায়। পরে পদ্মা দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশের সদস্যরা গাড়িটি উদ্ধার করে।

সর্বশেষ খবর