মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রপ্তানি বৈচিত্র্যকরণ জরুরি প্রণোদনা দিয়ে হলেও

মো. মাহবুবুল আলম

নিজস্ব প্রতিবেদক

রপ্তানি বৈচিত্র্যকরণ জরুরি প্রণোদনা দিয়ে হলেও

দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম বলেছেন, আমাদের রপ্তানি এক খাতের ওপর বেশি নির্ভরশীল। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রণোদনা দিয়ে হলেও রপ্তানির বৈচিত্র্যকরণ করতে হবে। এক সময় আমাদের পাট ও পাটজাত পণ্য ছিল প্রধান রপ্তানি পণ্য। এরপর চা এবং হিমায়িত পণ্য মোটাদাগে রপ্তানি করা হতো। সময়ের পরিক্রমায় এখন পোশাক খাতে বেশি রপ্তানি হচ্ছে। রপ্তানিতে পোশাকের পাশাপাশি অন্যান্য সেক্টরে বৈচিত্র্যকরণ করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এফবিসিসিআই সভাপতি বলেন, আমাদের অন্যান্য সেক্টরকে উৎসাহিত করতে হবে। পোশাক খাতকে যেমন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে অন্যান্য সেক্টরকেও সে ধরনের সুবিধা দিতে হবে। তাহলে আরও অনেক সেক্টর উন্নয়ন করবে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আসবে। আমাদের রিজার্ভ বাড়বে। আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। আমরা সেন্ট্রাল বন্ডের কথা বলেছি। অথবা পার্সিয়াল বন্ডের সুবিধার কথা বলেছি। তিনি বলেন, পোশাকের পর আমাদের হস্তশিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর, হিমায়িত পণ্য, স্ক্যাপ, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যসহ নন ট্যাডিশনাল আইটেম আছে। বর্তমানে মাথার চুলও রপ্তানি হচ্ছে। এসব পণ্যেরও অনেক ডিমান্ড রয়েছে।-নিজস্ব প্রতিবেদক

 

 

 

সর্বশেষ খবর