মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

চামড়া ওষুধ কৃষিপণ্যে জোর দিতে হবে

এম কে মুজেরি

নিজস্ব প্রতিবেদক

চামড়া ওষুধ কৃষিপণ্যে জোর দিতে হবে

বাংলাদেশে তৈরি পোশাক খাতে রপ্তানিনির্ভরতা অর্থনীতির জন্য বড় ঝুঁকি উল্লেখ করে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস’র সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বলেছেন, পোশাক খাতের নীতি সহায়তা দিয়ে সম্ভাবনাময় বিকল্প পণ্য রপ্তানি বাড়ানোর দিকে সরকারকে নজর দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই চিফ ইকোনমিস্ট বলেন, আমাদের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপ-আমেরিকা। ফলে ওই অঞ্চলে চাহিদা কমলে পোশাক খাতের রপ্তানি কমে যায়। যেহেতু পোশাক খাত থেকে রপ্তানি আয়ের বেশিরভাগ আসে, সে কারণে এই একটি পণ্যের রপ্তানি কমে গেলে তা পুরো অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে।

এমকে মুজেরি বলেন, পোশাক খাতের বাইরেও আমাদের সম্ভাবনাময় আরও পণ্য আছে। রপ্তানিতে বৈচিত্র্য আনতে চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ এবং কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যে জোর দিতে হবে। কৃষিপণ্যের মধ্যে শাকসবজি, তাজা মাছ, হিমায়িত মাছ, ফুলসহ খাদ্যপণ্য রয়েছে। এ ছাড়া কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের চাহিদাও রয়েছে বিভিন্ন দেশে। তবে কৃষি ও খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন দেশের মানদন্ড অর্জন করতে হয়। এসব খাতের মানোন্নয়নে সরকারকে নজর দিতে হবে। বিআইডিএস’র সাবেক মহাপরিচালক বলেন, পোশাক খাতে বিভিন্ন নীতি সহায়তা দিচ্ছে সরকার। বিকল্প ও সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোকে সেই নীতি সহায়তা দিতে হবে, যাতে উদ্যোক্তারা এসব পণ্য উৎপাদনে মনোযোগী হয়। এ ছাড়া রপ্তানি গন্তব্য হিসেবে প্রচলিত বাজারের বাইরে নতুন বাজার খুঁজে বের করতে হবে। নতুন বাজারে নতুন পণ্য রপ্তানি বৃদ্ধির মাধ্যমে সরকারকে পোশাক খাতের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে হবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর