মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নতুন বাজারের সঙ্গে পণ্যে বহুমুখীকরণ দরকার

আশরাফ আহমেদ

নিজস্ব প্রতিবেদক

নতুন বাজারের সঙ্গে পণ্যে বহুমুখীকরণ দরকার

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেছেন, আমাদের শিল্প খাত সীমিত পণ্য উৎপাদন করে। রপ্তানি বাণিজ্য তাই কয়েকটি পণ্য নির্ভর হয়ে পড়েছে। বিশ্ব অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা সে তুলনায় পিছিয়ে পড়ছি। প্রবৃদ্ধি রাখতে হলে পণ্য উৎপাদনে বহুমুখী খাতে জোর দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে আশরাফ আহমেদ বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ ও প্রবৃদ্ধি সহায়ক নীতি প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। শুধু কয়েকটি পণ্য রপ্তানির ওপর এতদিন আমরা নির্ভর করে আছি। সীমিত পণ্য দিয়ে রিজার্ভ ধরে রাখা যাবে না। পণ্যে যদি বহুমুখী উৎপাদন হতো তাহলে আমাদের এখন সমস্যা কম হতো। তিনি বলেন, ২০৪১ সালের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে। তবে কাজগুলো আরও দ্রুত হওয়া দরকার। এখন আমাদের উচিত গুরুত্বের সঙ্গে নতুন বাজার খুঁজে বের করা। নির্দিষ্ট বাজার কেন্দ্রিক আমরা পণ্য রপ্তানি করছি। এটাও সংকট তৈরি করে। তাই বিশ্বব্যাপী বাজার বহুমুখীকরণেও জোর দিয়ে কাজ করা উচিত। বেসরকারি খাত প্রবৃদ্ধি হলে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি জরুরি। দেশের আমদানিবিকল্প শিল্পের উন্নয়নে সিএমএসএমই উদ্যোক্তাদের ঋণ পাওয়ার সুবিধা বাড়াতে হবে। একই সঙ্গে ভেঞ্চার ক্যাপিটাল কার্যক্রমও বাড়ানো প্রয়োজন। দেশের কৃষি, ওষুধ, ইলেকট্রনিকস, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জন্য খাতভিত্তিক একটি সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদি জাতীয় বিনিয়োগ কর্মকৌশল প্রণয়ন করা জরুরি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর