বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সারা দেশে বিএনপির হালচাল

মুষড়ে পড়লেও মাঠেই থাকার লক্ষ্য

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী জেলা ও মহানগর বিএনপির দেড় হাজারের বেশি নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন গত এক বছরে। এদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদও আছেন। সংসদ নির্বাচনের পর গ্রেফতার অভিযান কিছুটা ঢিমেতালে চলছে। তবে বিএনপি নেতারা বলছেন, তারা সরকারবিরোধী আন্দোলনে মাঠেই থাকতে চান। এ জন্য গ্রেফতার নেতা-কর্মীদের মুক্ত করা, সিটি নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নিতে কাজ শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারির পর বিএনপি আন্দোলন জোরদার করতে চায়। বিএনপি জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে থেকেই আন্দোলনে রাজপথে। তবে মহানগর কমিটি আন্দোলনে গতি আনতে না পারায় বুলবুল-মিলনের কমিটি ভেঙে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক করে কমিটি গঠন করে দেয় কেন্দ্র। এরপর স্থানীয় রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েন মিজানুর রহমান মিনু, শফিকুল হক মিলন অনুসারী। আন্দোলনে গতি না থাকায় কেন্দ্রের নির্দেশে আবার সক্রিয় হন মিনু। এরপর বেশ কিছু কর্মসূচিতে বিএনপি সরব হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আমরা আগের মতোই আন্দোলনে রাজপথে থাকছি। নির্বাচন করে সরকার দেশকে বিদেশিদের কাছে লজ্জায় ফেলে দিয়েছে। আপাতত তারা স্বস্তিতে থাকলেও ভিতরে ভিতরে তারা মানসিক যন্ত্রণায় আছে। কারণ তারা মানুষকে ঠকিয়ে, ভোটাধিকার চুরি করে ক্ষমতায় আছে। মিনু বলেন, রাজশাহী জেলা ও মহানগরে দেড় হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিছু নেতা-কর্মী মুক্তি পেয়েছেন। যারা এখনো কারাগারে আছেন আইনগতভাবে তাদের মুক্তির চেষ্টা চলছে। এরপর সরকারবিরোধী আন্দোলন আরও জোরদার করা হবে। নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, কেন্দ্র থেকে যেভাবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে, তারা স্থানীয়ভাবে সেটি পালন করছেন। দলের অভ্যন্তরে কোন্দল নেই দাবি করে তিনি বলেন, সামনে সরকারবিরোধী আন্দোলন আরও জোরদার করতে পরিকল্পনা সাজাচ্ছেন তারা।

সর্বশেষ খবর